মাগুরার প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্রামে নদীর পাড় থেকে শুক্রবার রিজিয়া খাতুন (১২) নামে এক স্কুল ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই গ্রামের মিখিজ শেখের মেয়ে রিজিয়া হাট শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
নিহত রিজিয়ার স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকালে নদীর চরে নিজেদের আবাদকৃত রসূন ক্ষেত দেখতে যাওয়ার কথা বলে মেয়েটি বাড়ি থেকে বের হয়। কিন্তু আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খুঁজেও তার সন্ধ্যান পাননি। এ অবস্থায় শুক্রবার বেলা ১১ টার দিকে এলাকাবাসি কুমার নদীর পাড়ে একটি গর্তের মধ্যে মেয়েটির গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে।
নিহত রিজিয়ার বড় ভাই রাজু শেখ এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে এর বিচার চেয়েছেন।
এ শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত চলছে।