মাগুরা প্রতিদিন ডটকম : প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনার আওতায় মাগুরা জেলা সদরে কর্মরত ১৮ জন সাংবাদিককে করোনাকালিন ২য় পর্যায়ের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
সোমবার সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রত্যেককে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত ১০ হাজার টাকার চেক বিরতণ করা হয়।
মাগুরা তথ্য অফিস ও প্রেসক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশাফুল আলম।
অন্যান্যদের মধ্যে জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম খান উপস্থিত ছিলেন।