মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মঙ্গলবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে “সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভা যাত্রা” বের করা হয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর সাড়ে ১২ টায় মাগুরা শহরের জামরুল তলা দলীয় কার্যালয় থেকে বের হওয়া শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে। পরে শহরের ভায়নার মোড়ে স্বাধীনতা স্তম্ভের পাদদেশে অনুষ্ঠিত হয় সমাবেশে।
মাগুরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী রেজাউল হকের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, প্রচার সম্পাদক এডভোকেট শাখারুল ইসলাম শাকিল।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বাসুদেব কুণ্ডু, এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, দপ্তর সম্পাদক এডভোকেট রাশেদ মাহমুদ শাহীন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রানা আমির ওসমান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মান্নান, পৌর আওয়ামী লীগ সভাপতি বাকি ইমাম ভুইঁয়া, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুল।
এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সেচ্ছাসেবক লীগের জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সারাদেশে অপপ্রচারের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির, পূজা মন্ডপে হামলা, অগ্নিসংযোগে লিপ্ত মৌলবাদি গোষ্ঠির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।