মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় আদর্শ বিতর্ক সংঘের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মাগুরার একমাত্র এই বিতর্ক সংগঠনের সভাপতি নাহিদুর রহমান দূর্জয়ের সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী সভায় অতিথি ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল হাকিম, বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন কবির, মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা জাহিদুল ইসলাম, মাগুরা আদর্শ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শফিকুর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা এড. শাখারুল ইসলাম, জেলা মহিলা পরিষদ সভাপতি মমতাজ বেগমসহ জেলার বিভিন্ন সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষকবৃন্দ।
অতিথিবৃন্দ কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জানান। পরে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: শাহীনুর রহমানের পরিচালনায় ইফতার পূর্ব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মাগুরায় গত ৫ বছর ধরে সংগঠনটি নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক শিল্পের চর্চা চালিয়ে আসছে।