মাগুরা প্রতিদিন ডটকম : বর্নাঢ্য আয়োজনে মাগুরায় স্যাটেলাইট চ্যানেল এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এনটিভি’র ১৯ বছর পেরিয়ে ২০ তম বর্ষে পদার্পন উপলক্ষে রবিবার সকাল ১১টায় মাগুরা শহরে বর্নাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি শহর প্রদক্ষিন শেষে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এনটিভি’র মাগুরা প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক এর পরিচালনায় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম আহমেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক পংকজ কুমার কুন্ডু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরার জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।
এ ছাড়া বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক শেখ সালাউদ্দিন, সাংবাদিক অলোক বোস প্রমূখ।
শেষে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে এনটিভি’র শ্রীবৃদ্ধি এবং সফলতা কামনা করেন।
র্যালী, আলোচনা সভা ও কেক কাটার এ সব আয়োজনে সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।