মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখরের ৫১ তম জন্মদিন উপলক্ষে মাগুরা শহরে দু:স্থ, অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে ২ শতাধিক শীতবস্ত্র ও রান্না খাবার বিতরণ করেছে জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ।
শুক্রবার সকাল ১১টায় শহরের কলেজরোডে সোনালী ব্যাংকের সামনে এ শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।
শীতবস্ত্র খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ, প্রচার সম্পাদক এডভোকেট শাখারুল ইসলাম শাকিল, মাগুরা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মেহেদি হাসান সালাহউদ্দিন সহ আরও অনেকে।
পরে সংসদ সদস্যের সুস্বাস্থ্য কামনা করে মাগুরা কালেক্টরেট মসজিদে দোয়া করা হয়।