মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থি লিসানুর রহমান লিসান হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং হত্যকারিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে সোমবার শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বেলা সাড়ে ১১ টায় সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিরা অংশ নেন।
এ সময় তারা তরুণ ক্রিকেটার লিসান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
রবিবার দুপুরে মাগুরার সদর উপজেলার মঠবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিসানুর রহমান লিসানকে শহরতলী শিবরামপুর গ্রামের মডার্ণ মোড় এলাকায় মটর সাইকেল থামিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ সময় হামলাকারীকে বাধা দিতে গিয়ে জখম হয় তার বন্ধু দিপু। বর্তমানে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। তবে সে আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিত্সকরা জানিয়েছেন।