মাগুরা প্রতিদিন ডটকম : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগের চারজেলার নেতা-কর্মীদের নিয়ে মাগুরায় জাতীয় ছাত্র সমাজের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মাগুরা সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসান এবং প্রধান বক্তা হিসেবে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক শরিফুল ইসলাম চৌধুরী অর্ণব উপস্থিত ছিলেন।
জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তারা দেশের ৬৮ হাজার গ্রাম উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের অবদান এবং জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের আদর্শিক রাজনীতির বিভিন্ন দিক আলোচনার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার অপরিহার্যতা তুলে ধরে বক্তব্য রাখেন। অন্যদিকে বর্তমান আওয়ামী ছাত্রলীগ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের দূর্ণীতির সহাবস্থান এবং চলমান সন্ত্রাস দূর্ণীতির বিরুদ্ধে জাতীয় ছাত্র সমাজের নীতিগত অবস্থান ব্যাখ্যা করে দেশগঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বায়ক জানান বক্তারা।
কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সিরাজুস সায়েফিন সাইফ, সদস্য সচিব খান রবিউল হক মিঠু, নড়াইল জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক তুহিন আরাফাত, সদস্য সচিব শাহরিয়ার পারভেজ ইমন, খুলনা জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব সাদ্দাম হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক তৌফিক বেলাল, মাগুরা জেলা ছাত্র সমাজ নেতা রিফাত হোসেনসহ আরো অনেকে।
মাগুরা ছাড়াও খুলনা, সাতক্ষীরা ও নড়াইল জেলা জাতীয় ছাত্র সমাজের দুই শতাধিক নেতৃবৃন্দ এ কর্মীসভায় অংশ নেন।