মাগুরা প্রতিদিন ডটকম : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে মাগুরায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণের পাশাপাশি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি মহিলা কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা রোপন করা হয়।
দুপুরে মাগুরা সরকারি কলেজ জামে মসজিদে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠানের পর বিকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এসকল কর্মসূচিতে অংশ নেন।