মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মাগুরা শাখার সঙ্গীত প্রতিযোগিতা ও সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের খুলনা অঞ্চলের সমন্বয়ক অশোক সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের মাগুরা শাখার সভাপতি খান মাজহারুল ইসলাম লিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ড. আকলিমা খাতুন ইরা।
সম্মেলনে খান মাজহারুল ইসলাম লিপুকে সভাপতি ও মোখলেছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় কিশোর বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ৭ অংশ নেয়। প্রতিযোগিতায় উত্তীর্ণদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
পরে শাখা সদস্যরা সম্মেলক সঙ্গীত পরিবেশন করে।