মাগুরা প্রতিদিন ডটকম : আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে ফরিদপুরের মধুখালী থেকে মাগুরার রামনগর পর্যন্ত ১৯ কিলোমিটার দীর্ঘ রেল লাইন নির্মাণের বাস্তবভিত্তিক কাজ শুরু করার লক্ষ্যে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। পাশপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী দেশের প্রত্যেকটি জেলায় রেল পথ পৌঁছে দেয়ার কাজ চলছে। মাগুরায় জনসভায় এ তথ্য দিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
শনিবার দুপুরে মাগুরায় সদর উপজেলার রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা জানান।
মাগুরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ.এফ.এম আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, বাসুদেব কুন্ডু, সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, প্রচার সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারন সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগ সম্পাদক মকবুল হোসেন মাকুল, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মেহেদী হাসান সালাউদ্দিন, জেলা যুবলীগ আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রুবেল প্রমুখ।
জনসভায় প্রধান বক্তা রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর যে সমারিক শাসকরা ক্ষমতায় এসেছিল তারা রেলকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করেছিল। রেলের কোন উন্নয়ন করে নাই। যে রেল ব্যবস্থা ছিল তাও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রেল মন্ত্রনালয়কে আধুনিকায়নের মাধ্যমে উন্নত দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের মানুষের জন্য উপযোগী রেল ব্যবস্থা গড়ে তোলার জন্য ইতিমধ্যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছেন’।
জনসভায় দলীয় নেতাকর্মীর পাশপাশি মাগুরার বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।