মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শুক্রবার জেলা জাসদের উদোগে কর্মীসভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকালে ফাতেমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমন চুন্নু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম স্বপন এবং জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম।
মাগুরা জেলা জাসদ সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফনি’র সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু বলেন, আমাদের দেশের কোটি কোটি টাকা পাচার হচ্ছে। দুর্নীতি আর অপচয় বেড়েই চলছে। একটি নির্দিষ্ট সিন্ডিকেট লুটপাট করছে। আর এ কারণেই সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সেবা নিশ্চিত হয়নি। তিনি আরও বলেন, সাধারণ মানুষ দুর্নীতিবাজ নন। সাধারণ মানুষের হাহাকার আমরা শুনতে পাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্যে জাহিদুল আলম বলেন, দেশের উন্নতি হচ্ছে সত্য, কিন্ত মানুষ যখন টিসিবির ট্র্যাকের পেছনে দৌড়ায় তখন সেই উন্নয়ন ধারা মূল্যায়ন করতে হবে। যে উন্নয়ন ধনী দরিদ্রের বৈষম্য আরও বাড়িয়ে তোলে সেই উন্নয়ন কতোটা কার্যকর হচ্ছে সেই প্রশ্ন থেকেই যায়।
বিশেষ অতিথির বক্তব্যে জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন বলেন, জাসদ এই সরকারের অংশীদার হলেও সঠিক জায়গায় দাঁড়িয়ে রাজনীতি করছে। জাসদ সবসময়ই অন্যায়ের প্রতিবাদ করছে। এ কারণে জাসদের নেতা কর্মীরা নিগৃহীত হতে হচ্ছে।
সভায় আরও বক্তব্য প্রদান করেন ঝিনেদা জেলা জাসদের সভাপতি চন্দন চক্রবর্তী, মাগুরা জেলা জাসদের সহ সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সহ সভাপতি দেলোয়ার হোসেন দিলু, বিমল কুমার বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ, নারী জোটের আহ্বায়ক আমেনা খাতুন লাবনীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় জাসদের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মীসভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।