মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের কলেজ পাড়াস্থ দলীয় কার্যালয়ে সকাল ১০ টায় অনুষ্ঠিত এ জরুরি সভায় জাসদের কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণির সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত দলীয় জরুরী সভায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ সাংগঠিক বিভিন্ন বিষয় প্রাধান্য দেয়া হয়।
জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তির সঞ্চালনায় এ জরুরী সভায় জেলা জাসদ সহ-সভাপতি মিঞা ওয়াহিদ কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক এভভোকেট মিজানুর রহমান ফিরোজ, শ্রীপুর উপজেলা জাসদের সভাপতি জিন্নাতুল নূরসহ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।