মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদে যোগ দিলেন বরুণ কুমার দত্ত সেন্টু এবং রকিবুল ইসলাম জুয়েল।
বিকালে শহরের কলেজপাড়ায় জেলা জাসদ কার্যালয়ে জাতীয় শ্রমিক জোটের অনুষ্ঠানে উপস্থিত জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলমের হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলে যোগদান করেন।
এ সময় মাগুরা জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি, সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সাংগঠনিক সম্পাদক এড. মিজানুর রহমান, জাসদ শ্রমিক জোটের সভাপতি শাহিনুর রহমান মুন্না সহ জেলা জাসদ ও শ্রমিক জোটের আরো অনেকে উপস্থিত ছিলেন।