মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের রাজনীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করলেন সদর উপজেলার আঠারোখাদা ইউপি মেম্বর মিলন সেন।
শুক্রবার সকালে জাসদ কেন্দ্রীয় নেতা জাহিদুল আলমের হাতে ফুলের তোড়া দিয়ে মিলন সেন দলে যোগদান করেন। তিনি আঠারোখাদা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রিয় ইউপি মেম্বর।
যোগদান অনুষ্ঠানে জেলা জাসদ সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফণি, সহ-সভাপতি মিঞা ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তিসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।