মাগুরা প্রতিদিন ডটকম : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:র্শত মুক্তি, নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন, নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে বুধবার মাগুরায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল পৌনে ১১টায় মাগুরা জেলা বিএনপি নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো: আতিকুর রহমানের কাছে ৭ দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেন।
এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি কবির মুরাদ, জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহবায়ক মো: আকতার হোসেন, সদর থানা বিএনপির সভাপতি এড: সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা ইকবাল আকতার খান কাফুর, হাসান ইমাম সুজাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।