মাগুরা প্রতিদিন ডটকম : ডেঙ্গু মশার বিস্তার রোধ এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন মাগুরা-১ আসনের সাংসদ এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
শনিবার সকালে পৌরসভার ৯নং ওয়াডের হাসপাতাল পাড়ায় সুইপার কলোনীসহ বিভিন্ন এলাকায় তিনি পরিদর্শন করেন এবং পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্যের সাথে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, এমপি সাইফুজ্জামান শিখর এর আগে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগিদের চিকিত্সা এবং রোগি সণাক্তকরণে প্রযোজনীয় কিটস সরবরাহের পাশাপাশি নিয়মিত সংশ্লিষ্ট চিকিত্সকদের মাধ্যমে খোঁজ খবর রাখেন।