মাগুরা প্রতিদিন ডটকম : আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উপলক্ষে মাগুরায় সুশাসনের জন্যে নাগরিক-সুজন’র উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘তথ্য অধিকার, সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে’-এই শ্লোগান নিয়ে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম।
সুশাসনের জন্যে নাগরিক-সুজন এর জেলা সাধারণ সম্পাদক খান শরাফত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামিম খান, ডা. আমিনুল ইসলাম শাওন, এনজিও কর্মী কামরুজ্জামান।
দি হাঙ্গার প্রজেক্ট ও দি এশিয়া ফাউণ্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ আলোচনা সভায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন এড. আকম মোকলেছুর রহমান, লিটন কুমার ঘোষ, কাজী আশিক রহমান প্রমুখ।
আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন আবু সাইদ বুলু।
আলোচনায় সভায় সাধারণ জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চতকরণের দাবি জানান স্থানীয় সাংবাদিকরা।