মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার নাট্য সংগঠন থিয়েটার ইউনিট এর উদ্যোগে দুইদিন ব্যাপী অভিনয় কর্মশালা শুরু হয়েছে।
শনিবার সকাল ১০টায় মাগুরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন মাগুরা সদর উপজেলা নিবার্হী অফিসার তারিফ-উল আলম।
থিয়েটার ইউনিটের সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের সভাপত্বিতে অভিনয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামিম খান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পবিত্র বিশ্বাস ও আলিমুজ্জামান উজ্জল।
কর্মশালায় জেলা সদরের বিভিন্ন স্কুলের ৬০ জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করছে।
১৯ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদন করা হবে।