মাগুরা প্রতিদিন ডটকম : দূর্গা পূজা উপলক্ষে মাগুরা শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমের সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সন্তোষ দত্তের পরিবারের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে শনিবার বস্ত্র বিতরণ করা হয়েছে।
সকালে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গণে মাগুরার বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সন্তোষ দত্তের সহধর্মিনী মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী এবং আশ্রমের বর্তমান সভাপতি শ্রীমতি লিপিকা দত্ত উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।
এ সময় আশ্রমের সাধারণ সম্পাদক বাবলু ঠাকুর, পরিবারের সদস্য ব্যাংক কর্মকর্তা সঞ্জয় দত্তসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্য সঞ্জয় দত্ত জানান, বাবার মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে দুর্গা পূজাকে সামনে রেখে প্রতি বছরই অসহায় পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়ে থাকে। তাছাড়াও বাবা জীবদ্দশায় সমাজের জন্যে যে কাজগুলো করে গেছেন আমরাও সেটি অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছি।