মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে স্থাপিত পারফেক্ট এডুকেশন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
পারফেক্ট এডুকেশন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মীর মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুব লীগের আহবায়ক মো: ফজলুর রহমান।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনসুর আহমেদ। এসময় বিদ্যালয় চত্ত¡রে ফলজ গাছের চারা রোপন করা হয়।