মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস রোগে আক্রান্ত ৮৩ গরীব রোগীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আর্থিক সহায়তার ৪১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাবেক সংসদ সদস্য মাগুরা জেলা মহিলা আওয়ালীগের সভাপতি কামরুল লায়লা জলি প্রধান অতিথি হিসেবে এ চেক বিতরণ করেন।
জেলা প্রশাসক মহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহান, সদর উপাজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জাহিদুল ইসলাম প্রমুখ।