মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ভাষা শহীদদের স্মরণে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রভাতফেরি সারা শহর প্রদক্ষিণ করে।
প্রভাতফেরিতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম অংশ নেন। অংশ নেন মাগুরা মেডিকেল কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের সদস্যরা।
প্রভাতফেরিটি সারা শহর প্রদক্ষিণ করে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনার চত্ত্বরে একুশের অনুষ্ঠান মালায় অংশ নেয়।