মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের জেলা কমিটি গঠিত হয়েছে।
৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে বিশ্বজিত মন্ডলকে সভাপতি এবং মো: সাহেব আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার শহরের খানপাড়ায় গবেষণা পরিষদের জেলা কার্যালয়ে শিক্ষাবিদ হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম আলো ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
নবগঠিত মাগুরা জেলা কমিটির ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন শিক্ষাবিদ হাবিবুল হাসান, এডভোকেট আইয়ুব হোসেন, এডভোকেট আলী আকতার দুখু, গোলাম রসূল ও দেলোয়ার হোসেন।