মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় আজমপুর গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মাহবুব মুন্সি (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রুস্তম মুন্সির ছেলে।
স্থানীয় জগদল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, সকাল ৭ টার দিকে মাহবুব বাড়ির পাশে বাগান থেকে বাঁশ কাটতে যায়। এসময় কাটা বাঁশের সঙ্গে খোলা বৈদ্যুতিক তার জড়িয়ে যাওয়ায় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। ঘটনার পর উপস্থিত এলাকাবাসি তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।