মাগুরা প্রতিদিন ডটকম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বাইসাইকেল পেলো সদর উপজেলার ১৪৭ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় জেলার সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৪০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
সকাল ১০ টায় স্থানীয় নোমানী ময়দানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীর, এলজিএসপি-৩ প্রকল্পের ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর শামসুজ্জোহা প্রমুখ।
বাইসাইকেল পাওয়ায় দূরদূরান্তের শিক্ষার্থীরা সময় বাচিয়ে বিদ্যালয়ে যাওয়া আসা করতে পারবে। এই সহায়তার জন্যে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছে।