মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় হাইকোর্টের বিচারপতি খায়রুল আলম পিপুলের গ্রামের বাড়ি সদর উপজেলার বেলনগরে বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই বিচারপতির মা, ভাই ও পরিবারের সদস্যদের জিম্মি করে মোট ২৩ ভরি সোনা, নগদ টাকা, মাবাইল সেটসহ মূল্যবান বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
বিচারপতি খায়রুল আলমের মা সুফিয়া বেগম জানান, ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একদল ডাকাত তাদের বাড়ির পেছন দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। এ সময় তারা দেশীয় ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও সোনাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। বিভিন্ন মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।