মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পক্ষ থেকে মাগুরায় বৃহস্পতিবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮ টায় শহরের কলেজপাড়ায় জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদ আলম।
মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণির সভাপতিত্বে বিজয়ের ৫০ বছর পূর্তি এবং মহান বিজয় দিবসের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, জাসদ নেতা বিমল বিশ্বাস, দেলোয়ার হোসেন দিলু, নারী জোট নেত্রি এডভোকেট লাবনি, জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম সহ জেলা জাসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি জাহিদ আলম তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়েও আমাদেরকে মৌলবাদি গোষ্ঠীর আস্ফালন দেখতে হচ্ছে। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই দেশটির উপর একাত্তরের পরাজিত শক্তির শে্যনদৃষ্টি এখনও বিদ্যমান। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে এই দেশের স্বাধীনতা বিরোধী তথাকথিত বিশ্ব মোড়ল গোষ্ঠী প্রায়শই এই দেশের উপর কর্তৃত্ব বজায় রাখার নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
ওইসব অপশক্তির অপতৎপরতা রুখতে দেশকে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার মাধ্যমে দেশকে একটি সুন্দর উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্রে দাঁড় করানোর লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।