মাগুরা প্রতিদিন ডটকম : মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্বাধীনতাস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহরের নোমানী ময়দানে স্বাধীনতাস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ৬টায় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের সূচনায় মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম এবং পুলিশ সুপার জহিরুল ইসলাম ফুলের ডালি দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা পৌর মেয়রের প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহর নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, এডভোকেট হাসান সিরাজ সুজার নেতৃত্বে জাতীয় পার্টি, জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলমের নেতৃত্বে মাগুরা জেলা জাসদ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন এডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল।
এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরা আদর্শ কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সুপ্রভাত বাংলাদেশ, মর্নিং সানসহ জেলার অন্যান্য সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।