মাগুরা প্রতিদিন ডটকম : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পৌরমেয়র আলতাফ হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী শুক্রবার মাগুরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে কবর জিয়ারত শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় স্মরণসভা ও দোয়া মাহফিল।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় মরহুম জননেতা আলতাফ হোসেনের কর্মময় জীবনের উপর আলোকপাত করা হয়। এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, বাসুদেব কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, মরহুমের ছেলে জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, প্রচার সম্পাদক এডভোকেট শাখারুল ইসলামসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স্মরণসভার আগে সকালে মরহুমের কবর জিয়ারত করেন দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।