মাগুরা প্রতিদিন ডটকম : প্রস্তাবিত দুই বছরের ইন্টার্ণশিপ বাতিলের দাবিতে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থিরা সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
সকাল ১০ টায় তারা নির্ধারিত ক্লাস বর্জন করে কলেজের সামনে মহাসড়কে অবস্থান নেয়। প্রায় ২ ঘন্টা তারা সড়ক বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থি আরাফাতুল ইসলাম, মালিহা মৌরিন, খাইরুল ইসলাম, দিপ্ত দেবসহ আরো অনেকে।
বিক্ষুব্ধ শিক্ষার্থিরা প্রস্তাবিত এই নীতিমালা বাতিল পূর্বক এক বছরের ইন্টার্ণশিপ বহাল রাখার দাবি জানান।