মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী যুবলীগ বুধবার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদা ছড়ি বিতরণ এবং রক্তদানের পাশাপাশি আনন্দ মিছিল করেছে।
এ উপলক্ষে দুপুরে মাগুরা কালেক্টরেটের সামনে জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল ফাত্তাহ, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুল মান্নান, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ আহাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক শেখ সালাহউদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ অন্যান্যরা।
এর আগে সকালে শহরের জামরুল তলায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।