মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় পুলিশের হাতে আটক ইয়াবা ব্যাবসায়ী রোহিঙ্গা যুবক হুবায়েতকে সোমবার রিমাণ্ডে নিয়েছে পুলিশ। শ্রীপুর থানা পুলিশ ২ মে জেলার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রাম থেকে ১৯০ পিস ইয়াবা সহ তাকে আটক করে।
আদালত সূত্রে জানা যায়, শ্রীপুর থানা পুলিশ ওইদিন রাতে উপজেলার আমতৈল গ্রামের গোলাম রব্বানির ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সজিব বিশ্বাসকে আটক করতে তার বাড়িতে যায়। কিন্তু পুলিশের উপস্থিতি জানতে পেরে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী সজিবসহ বাড়ির অন্যান্যরা। পুলিশ সে সময় ওই বাড়িতে তল্লাশি করে হুবায়েত (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে কমলা ও সবুজ রঙের ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের হাতে আটককালে হুবায়েত নিজেকে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি-১০ নম্বর ক্যাম্পের বাসিন্দা এবং তার বাবার নাম আলি আকবর বলে জানায়।
ওই ঘটনার পর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোহিঙ্গা যুবক হুবায়েতকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
এদিকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে আটক রোহিঙ্গা নাগরিক হুবায়েতকে জিজ্ঞাসাবাদের জন্যে সোমবার পুলিশ ৫ দিনের রিমাণ্ড আবেদন করলে মাগুরা জুডিশিয়াল আদালত-২ এর বিচারক সব্যসাচী রায় ১ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। দেশের সাধারণ নাগরিকদের সাথে মিশে সে ইয়াবা নিয়ে বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। তাকে জিজ্ঞাসাবাদ করা গেলে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।