মাগুরা প্রতিদিন ডটকম : ‘আজকের শিশু আনবে আলো বিশ্বটাকে রাখবে ভালো’-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় সোমবার সকালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি মাগুরার উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় মাগুরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আক্তারুন্নাহার, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আমহেদ আল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারশে চন্দ্র গাছি, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন।