মাগুরা প্রতিদিন ডটকম : শোকাবহ আগস্ট উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় জেলা কৃষক লীগের পক্ষ থেকে আলোচনাসভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার শহরের আছিয়া খাতুন মেমোরিয়াল রেডক্রিসেন্ট রক্তকেন্দ্র মিলনায়তনে জেলা কৃষক লীগ সভাপতি এড.মইনুল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপুর সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিয় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুরশীদ হায়দার টুটুল, কেন্দ্রীয় কৃষকলীগের বেসরকারী সংস্থা বিষয়ক সম্পাদক মোঃ মিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন সবুজসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান করেন কৃষক লীগের নেতৃবৃন্দ।