আজ, শুক্রবার | ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৮:২৯

ব্রেকিং নিউজ :
মাগুরা জেলা বিএনপির নতুন কমিটিকে ছাত্রদলের অভিনন্দন মাগুরা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা মাগুরার রওশন ট্রাস্ট প্রোগ্রাম ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে মাগুরায় বিএনপি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মুক্ত দিবস পালন মাগুরার দারিয়াপুর কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে বিএনপির দু’ গ্রুপে ব্যাপক সংঘর্ষ গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের অব্যাহতিতে মহম্মদপুরে আনন্দ মিছিল মাগুরার আঠারোখাদা গ্রামে ছেলের ছুরির আঘাতে বৃদ্ধ বাবা খুন মাগুরায় বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন মাগুরা জেলা যুবদল সভাপতি সম্পাদককে বহিস্কারের দাবি মাগুরায় ছাই কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন

মাগুরায় শ্রীপুর থানার ওসিকে আদালতে তলব

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় একটি মামলা সম্পন্ন করার স্বার্থে পুলিশের কাছে প্রতিবেদন চেয়ে আড়াই বছর পরও না পাওয়ায় শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ৩ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান বৃহস্পতিবার এই আদেশ দিয়েছেন।

আদালতে বিচারাধিন মামলার এজাহার সূত্রে জানা যায়, মাগুরার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের মোসলেম শেখের ছেলে আবদুল্লাহ শেখ শ্রীপুর বাসস্ট্যাণ্ডে স্টাটার হিসেবে জীবীকা নির্বাহ করতেন। ২০১৮ সালের ১ জুলাই দুপুর ৩ টার দিকে সে বাড়ি থেকে শ্রীপুর বাসস্ট্যাণ্ড এলাকায় পৌঁছলে তারই গ্রামের প্রতিপক্ষ সামাজিক দলের ২৬ জন সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলায় চালায়। এতে আবদুল্লাহ শেখ মারাত্মক আহত হন। যে ঘটনার প্রেক্ষিতে তার ছোট ভাই ফারুক শেখ ঘটনার পরদিন মাগুরা জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি পুলিশী তদন্ত শেষে আদালতে বিচারাধিন। কিন্তু মামলাটির ২৬ নম্বর আসামী মদনপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে নজু শেখ (৫০) মামলা দায়েরের পর মারা যান। তার মৃত্যুর বিষয়ে প্রতিবেদন চেয়ে তৎকালিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচি ২০১৯ সালের ১৫ এপ্রিল শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিবেদন চেয়ে পত্র দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলাটি দায়েরের পর ৩ বছর পেরিয়ে গেছে। অন্যদিকে প্রতিবেদন চাওয়ার পর কেটে গেছে ২ বছর ৫ মাস। তারপরও শ্রীপুর থানা পুলিশ আদালতে প্রতিবেদনটি জমা দেয়নি। এতে করে মামলাটির বিচার কার্য থেমে রয়েছে। যার প্রেক্ষিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার তিন কার্য দিবসের মধ্যে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজির হয়ে ওই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় আদালতের আদেশ প্রাপ্তির বিষয়টি ¯^ীকার করে বলেন, এ সময়ের মধ্যে তিন জন ভারপ্রাপ্ত কর্মকর্তার পরিবর্তন হয়েছে। এতদিনেও কী কারণে প্রতিবেদনটি দেয়া হয়নি সেটি জানি না। তবে আদালতের নির্দেশনা মতো অবশ্যই ব্যাখ্যা দেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology