মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভার মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার আসর বাদ মাগুরা জজ কোর্ট মসজিদ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে স্মরণ সভার অনুষ্ঠিত হয়।
এ স্মরণ সভায় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট হাসান সিরাজ সুজাসহ জেলার বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ সাবেক রাষ্ট্রপতির কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানসমুহে জেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ রুহের মাগফেরাত কামনা করেন।