মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার বৃহস্পতিবার একযোগে ৫০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে ১ বছরের জন্য ৭ জন কাউন্সিলর নির্বাচন করা হয়।
মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলায় ১৮৩ টি, শ্রীপুরে ৮৪ টি, মহম্মদপুরে ১৩৪ টি ও শালিখা উপজেলায় ১০২ টি বিদ্যালয়ে বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এ নির্বাচন উপলক্ষে প্রতিটি বিদ্যালয়েই দেখা গেছে উত্সবের আমেজ।
তথ্যানুসন্ধ্যানে জানা গেছে, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে দারুন উত্সাহ দেখা যায়। উপলক্ষে প্রার্থীদের পোষ্টার, ব্যানার, ফেস্টুনে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গণ। দেশের সাধারণ নির্বাচনের মতোই শিক্ষার্থীদের মধ্য থেকে প্রিজাইজিং অফিসার, পোলিং অফিসার নিযুক্ত করা হয়। ব্যবস্থা ছিল, ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমচোনীয় কালি ইত্যাদি।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে জানা যায়, স্কুলে স্কুলে অনুষ্ঠিত এ নির্বাচনের মধ্য দিয়ে তারা জানতে পারছে, গণতন্ত্র কী? দায়িত্ববোধ কাকে বলে? পাশাপাশি অর্পিত দায়িত্ব কীভাবে সুষ্ঠভাবে স্বচ্ছতার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়।
মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি জানান, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের মধ্য দিয়ে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণতন্ত্রের চর্চা করা সম্ভব হচ্ছে। শিশুদের মধ্যে পরস্পরের প্রতি সম্মানবোধ, অন্যের মতামতকে গুরুত্ব দেয়াসহ নেতৃত্বের বিকাশও ঘটবে এর মধ্য দিয়ে।