মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ২০ টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মুক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে।
পেশায় রাজমিস্ত্রি মুক্তার মাগুরার সদর উপজেলার মঘি ইউনিয়নের কাপালিডাঙ্গা গ্রামের ইবাদত মোল্যার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মুক্তার হোসেনের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে শ্রাবণি স্কুলের যাওয়ার সময় বাবার কাছে ২০ টাকা দাবি করে। এ সময় মুক্তার হোসেন তার স্ত্রী ডলিকে নিজের কাছ থেকে ২০ টাকা দিতে বলেন। কিন্তু ডলি না দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে মুক্তার হোসেন ঘরে গিয়ে কীটনাশক পান করেন। ঘটনার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাত্র ২০ টাকা নিয়ে ঝগড়ার জেরে মুক্তার হোসেন আত্মহত্যা করলেও এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান।