মাগুরা প্রতিদিন : মাগুরায় শহরের ভায়নার মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শরিফুল ইসলাম (৫৮)নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলা প্রকৌশল বিভাগে উপ-সহকারী প্রকোশলী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শিরা জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি শহর থেকে মটর সাইকেল চালিয়ে ভায়না গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে ভায়নার মোড়ে পৌঁছলে যশোর সড়ক হয়ে ছুটে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মিরা লাশ উদ্ধারের পাশাপাশি ঘাতক ট্রাকটি আটক করেছে।
এ বিষয়ে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে সদর থানার ভাররাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান।