মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শুক্রবার রাতে যুবদল-যুবলীগ হামলা পাল্টা হামলার ঘটনায় জেলা যুবদল আহবায়ক ওয়াশিকুর রহমান কল্লোলসহ ৪২ জনের নামে মামলা হয়েছে।
শুক্রবার রাতে হামলার শিকার যুবলীগকর্মী মারুফ হোসেন রোববার দুপুরে বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার বিষয়টি নিাশ্চত করেছেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন।
মামলায় আসামীদের বিরুদ্ধে সহিংসতা ও বিস্ফোরক আইনসহ নানা অভিযোগ আনা হয়েছে বলে তিনি জানান।
শুক্রবার রাতে মাদক কেনা বেচা ও রাজনৈতিক বিরোধের জের ধরে পরস্পর বিরোধী হামলায় জেলা যুবলীগকর্মী মারুফ হোসেন ও যুবদলকর্মী মাহমুদুর রহমান শান্তি জখম হয়। ঐ রাতেই যুবদল কমী শান্তিকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তবে যুবদল কর্মী শান্তিরপক্ষ থেকে থানায় কেউ মামলা করেনি বলে জানা গেছে।