আজ, মঙ্গলবার | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ১:৩৪

ব্রেকিং নিউজ :

মাগুরায় হেফাজতের হরতালের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ

মাগুরা প্রতিদিন ডটকম : রবিবার সারাদেশে হেফাজত ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাগুরা জেলা আওয়ামী যুবলীগ।

শনিবার বিকালে মাগুরা সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি সারা শহর প্রদক্ষিণ করে জামরুল তলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ আহাদ, সাকিবুল হাসান তুহিনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা  ঢাকা-চিটাগাংসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি স্থাপনায় হামলা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুরের ঘটনায় জামাত শিবির এবং হেফাজতের কর্মীদের দায়ি করে অবিলম্বে তাদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

একই সাথে দেশের উন্নয়ন বিরোধী রবিবারের হরতাল প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান জানান তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology