মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শুক্রবার বিশিষ্ট শিক্ষাবিদ আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম মোল্যার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকালে আদর্শ কলেজ সম্মেলন কক্ষে কলেজ অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম।
অধ্যক্ষ আবুল কাশেমের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অধ্যাপক কামরুজ্জামান চাঁদ, অধ্যাপক আবদুল লতিফ, উপাধ্যক্ষ গোলাম কাবিয়ার, বেরইল নাজির আহমেদ কলেজের সাবেক অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, ডা. কাজী তাসুকুজ্জামান, কলেজের প্রাক্তণ ছাত্র জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক এড. শাখারুল ইসলাম শাকিল, মাগুরা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী শামসুজ্জামান কল্লোল সহ আরো অনেকে।
কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি এবং শিক্ষার্থিবৃন্দ আয়োজিত আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন আদর্শ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড সাইফুজ্জামান শিখরের সার্বিক সহযোগিতায় আয়োজিত আলোচনা সভা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন কলেজের প্রভাষক মাওলানা আমিরুল ইসলাম।
সাবেক অধ্যক্ষ আবুল কাশেম মোল্যা ৯ সেপ্টেম্বর নিজ বাসভবনে ইন্তেকাল করেন।