আজ, বৃহস্পতিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১০:১৬

ব্রেকিং নিউজ :

মাগুরা আ’লীগের নতুন কমিটিতে হবে প্রবীন নবীনের সমন্বয়

মাগুরা প্রতিদিন ডটকম : ১৪ মে শনিবার মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ৭ বছর পর অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে সামনে রেখে সভাপতি-সম্পাদক পদে কেউ আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা না করলেও এই দুই পদের জন্যে অন্তত এক ডজন নেতা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। তবে রাজনীতির ধারায় রাজনীতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন দলের সাধারণ নেতা-কর্মীরা।

২০১৫ সনের ৮ মার্চ সর্বশেষ অনুষ্ঠিত হয় মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন। তবে ওই সম্মেলনের পর বারবার হোচট খেয়েছে জেলা আওয়ামী লীগ। সম্মেলনে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব চারবারের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার সিরাজুল আকবর সভাপতি, পঙ্কজ কুমার কুন্ডু সাধারণ সম্পাদক এবং খুরশিদ হায়দার টুটুল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। অথচ সম্মেলনের পরদিনই সিরাজুল আকবরের আকস্মিক মৃত্যুতে সভাপতির পদটি শূন্য হয়ে পড়ে। এ অবস্থায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য তানজেল হোসেন খানকে সভাপতির দায়িত্ব দেয়া হলেও ৪ বছরের মাথায় তার মৃত্যুতে আবারও সংকটে পড়ে জেলা আওয়ামী লীগ। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এখন দায়িত্ব পালন করছেন বয়োবৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ।

সর্বশেষ সম্মেলনের পর ৭ বছর কেটে গেছে। আর এই সময়ে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে উল্লেখযোগ্য হারে ঘটেছে অনুপ্রবেশের ঘটনা। অন্যদিকে দলের নিবেদিত প্রাণ কর্মী হিসেবে পরিচিত অনেকেই নানা বঞ্চনার শিকার হয়ে দলীয় কর্মকাণ্ড থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন বলে রয়েছে অনেকের মধ্যে ক্ষোভ। এ অবস্থায় আসন্ন সম্মেলনে রাজনীতির ধারায় রাজনীতিকে ফিরিয়ে আনতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দাবি জানিয়েছেন দলীয় নেতা-কর্মীরা।

শনিবার সকাল ১০ টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রেসিডিয়াম মেম্বর কাজী জাফরউল্লাহ, প্রধান বক্তা কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি হিসেবে প্রেসিডিয়াম মেম্বর আবদুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম উপস্থিত থাকবেন।

সম্মেলন ঘিরে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাবার পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ পদের জন্যে অনেকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের আনুকল্য পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কে হচ্ছেন আগামী দিনের সভাপতি-সম্পাদক সেই জল্পনা চলছে সবখানেই।

দলের একাধিক সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে দলের কেউ গুরুত্বপূর্ণ পদের জন্যে প্রার্থীতা ঘোষণা করেন নি। তবে সভাপতি পদের বিপরীতে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সহ-সভাপতি মুন্সী রেজাউল ইসলাম, আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চুর নাম শোনা যাচ্ছে। অন্যদিকে সাধারণ সম্পাদক পদের জন্যে জেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রানা আমির ওসমান, দপ্তর সম্পাদক অ্যাড. রাশেদ মাহমুদ শাহিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সম্পাদক অ্যাড. শাখারুল ইসলাম শাকিল, যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, কৃষকলীগ নেতা মিরুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এনামুল হক হিরক কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে জানা গেছে।

তবে এবারের কাউন্সিলে সভাপতি-সম্পাদক পদে প্রবীন নবীনের সমন্বয় ঘটতে পারে বলে আওয়ামী লীগ ঘনিষ্টরা ধারণা করছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology