নিজস্ব প্রতিবেদক : মাগুরা ক্লাব লিমিটেডের সাধারণ সভা ২২ জুন মঙ্গলবার রাজধানীর মেরুল বাড্ডাতে ইমপেরিয়াল আইরিশ কিংডোমে ইমপেরিয়াল রিয়েল এস্টেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা ক্লাব লিমিটেডের সভাপতি ইঞ্জিনিয়ার মো. সাইদ রেজা তরুণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের পরিচালক মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
মাগুরা ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক জাহিদুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ওবায়দুল হক, যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান সাচ্চু, কোষাধ্যক্ষ খলিলুর রহমান।
নির্বাহী পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারুল হক, শরীফ আজিজুল হাসান, মো. ফারুকুল ইসলাম, এডভোকেট মো. লুৎফুল হাকিম নওরোজ, মীর্জা এনায়েত হোসেন, আব্দুল ওয়াদুদ, ডাক্তার মো. মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল কবীর, ইঞ্জিনিয়ার প্রদ্বীপ কুমার সাহা, কাজী তারিকুল ইসলাম, মো. মাকসুদুল ইসলাম, মো. নাসিরুল ইসলাম, শেখ ফরিদুজ্জামান, ডাক্তার এস. চক্রবর্তী, জাহিদ রহমান।
নতুন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আছাদুজ্জমান, মো. কায়সার হামিদ লোভন, মো. সাকির হোসেন তুষার, মো. সমীর হোসেন তুহিন, মো. মনজুর রেজা, মো. হাফিজুর রহমান হ্যাপি।
সভার শুরুতে সবাইকে স্বাগত জানান ইমপেরিয়াল রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক সাবেক কৃতি ফুটবলার শরীফ আজিজুল হাসান। এরপর প্রধান অতিথি মো. সাইফুজ্জামান শিখর এমপি কেক কেটে সভার আনুষ্ঠানিক সূচনা করেন। কেক কাটা শেষে মাগুরা ক্লাব লিমিটের সাধারণ সম্পাদক জাহিদুল আলম নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সভার আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা শুরু করেন এবং সবার মতামত গ্রহণ করেন।
সভায় জানানো হয়, অচিরেই মাগুরাতে ক্লাবের একটি অস্থায়ী কার্যালয় স্থাপন করা হবে, যেখান থেকে সমস্ত কাজ সমন্বয় করা হবে। একই সাথে স্থায়ী কার্যালয়ের জন্যে জমি কেনার বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া হবে। ক্লাবের নতুন সদস্য বাড়ানোর প্রতি জোর দিয়ে বলেন, নতুন সদস্য বাড়ানোর বিকল্প নেই। আগ্রহীদের ক্লাবের সদস্য করতে নির্বাহী পরিচালকদের অনুরোধ করা হয়।
সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর বলেন, মানুষ তাঁর স্বপ্নের চেয়ে বড়। একটি সুন্দর স্বপ্ন নিয়ে মাগুরা ক্লাব লিমিটেড এগিয়ে যাচ্ছে। ক্লাবের প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে একযোগে কাজ করতে তিনি অনুরোধ করেন।
সভার সভাপতি ইঞ্জিনিয়ার মো. সাইদ রেজা তরুণ বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় মাগুরা ক্লাব লিমিটেড অবশ্যই সফলতার মুখ দেখবে। ক্লাবের সদস্য হতে আগ্রহীদের যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি।