মাগুরা প্রতিদিন ডটকম : ৮ জানুয়ারি শনিবার মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন। বৃহস্পতিবার মাগুরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম জেলা সম্মেলনের পরবর্তি দিন ক্ষণ ঘোষণা করেন।
সর্বশেষ গত ২০১৫ সনের ৮ মার্চ মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের পর ২১ অক্টোবর বৃহস্পতিবার মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হলো জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা।
মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় সদস্য এড. গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আমিরুল আলম মিলন এমপি, পারভীন জাহান কল্পনা এমপি, মাগুরা-১ আসনের সংসদ এড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য এড. বিরেন শিকদার এমপি।
মাগুরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলার চার উপজেলার বিভিন্ন কমিটির সভাপতি-সম্পাদকসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম দলের মধ্যে ঐক্য ধরে রাখতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিরাজমান বিরোধ ও দূরত্ব নিরসনের তাগিদ দেন। একই সাথে জেলার অসম্পূর্ণ কমিটি গঠন করার নির্দেশ দিয়ে জেলা আওয়ামী লীগের পরবর্তি সম্মেলনের জন্যে ৮ জানুয়ারি শনিবার দিন ঘোষণা করেন।