আজ, মঙ্গলবার | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | সকাল ৯:৫৬

ব্রেকিং নিউজ :

মাগুরা জেলা পরিষদের বাজেট ঘোষণা

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু ৬১ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৫৬ টাকার বাজেট ঘোষণা করেন।

বাজেট অধিবেশনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বিরেন শিকদার, মাগুরার পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুহাম্মদ সানিউল কাদের, জেলা পরিষদের সদস্য মন্ডলী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়াম্যানসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬১ কোটি ৪৫ লাখ ১১হাজার ৫৬ টাকা। বাজেটে ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪৬ কেটি ৮২ লাখ ২১ হাজার ৮৭৩ টাকা। বাজেটে ১৪ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ১৮২ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

বাজেটে সম্ভাব্য আয়ের মধ্যে ধরা হয়েছে রাজস্ব আয় ১২ কোটি ৭ লাখ ৫ হাজার, সম্ভাব্য এডিপি বরাদ্দ ১২ কোটি ১০ লাখ, অন্যান্য আয় রাখা হয়েছে ৮ কেটি ৪২ লাখ ৯১ হাজার১০১ টাকা। বাজেটে মোট রাজস্ব ব্যয় ১২ কোটি ৭ লাখ ৫ হাজার মোট সম্ভাব্য এডিপি ব্যয় ১২ কোটি ১০ লাখ সম্ভাব্য মোট অন্যান্য ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ৮৭৩ টাকা ধরা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology