মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার তরুণ আওয়ামী লীগ নেতা উজ্জ্বল কুমার দত্ত জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট প্রদ্যুত কুমার সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি হিসেবে বাসুদেব কুণ্ডু এবং সাধারণ সম্পাদক হিসেবে উজ্জ্বল কুমার দত্তের নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় মাগুরা জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।