মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বশেষ কমিটির সভাপতি আবদুর রহিম।
১৩ ডিসেম্বর শুক্রবার ঘোষিত ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে আলি আহমেদকে আহ্বায়ক এবং মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন যথাক্রমে আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খান হাসান ইমাম সুজা, এড রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান টগর এবং পিকুল খান।
কমিটি ঘোষণার পর মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বশেষ কমিটির সভাপতি আবদুর রহিম কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
নতুন কমিটির নেতৃত্বে মাগুরা জেলা জাতীয়তাবাদী দলের রাজনীতি আরো বেগবান হবে সেই আশা ব্যক্ত করেন তিনি।