মাগুরা প্রতিদিন : মাগুরা পৌরসভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্যে ৭৪ কোটি ৩৮ লক্ষ ৯ হাজার ৮২০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ১৫ কোটি ২২ লক্ষ ৮৩ হাজার ৮২০ টাকার রাজস্ব বাজেট এবং ৫৯ কোটি ১৫ লক্ষ ২৬ হাজার টাকার উন্নয়ন বাজেট।
বৃহস্পতিবার দুপুরে মাগুরা পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল স্থানীয় সাংবাদিক, পৌর কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করেন।
উন্মুক্ত এ বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা প্রশাসক আবু নাসির বেগ এবং বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহাদত হোসেন বাজেট এবং মাগুরা পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
এছাড়া পৌর মেয়রের উন্মুক্ত বাজেট ঘোষণার পর বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পৌরসভার প্রধান নির্বাহী রেজাউল করিম, জাতীয় মহিলা পরিষদ নেত্রী লিপিকা দত্ত, ব্যবসায়ীক নেতা মুন্সী হুমায়ুন কবির রাজা, এনজিও কর্মী আবু ইমাম বাকের, সাংবাদিক সাইদুর রহমান, শরীফ তেহরান আলম তুহিন, শফিকুল ইসলাম সহ আরো অনেকে।